
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ০৫ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন প্রেমতলা মোড় সংলগ্ন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার নড়িয়া থানার মামলা নং-০৫, তারিখঃ ০৫-০৯-২০২০ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ এর এজাহার নামীয় পলতাক আসামী নড়িয়ার শিরঙ্গল গ্রামের মৃত রহম আলী সরদারের ছেলে সুমন সরদার(৩২)কে আটক করে।
আটককৃত আসামীকে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।