Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
নড়িয়ার ডিঙ্গামানিক ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন

করোনামুক্ত হয়ে জনগণের মাঝে আনোয়ার হোসেন খাঁন, এলাকার জনগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান

করোনামুক্ত হয়ে জনগণের মাঝে আনোয়ার হোসেন খাঁন, এলাকার জনগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান
করোনামুক্ত হয়ে জনগণের মাঝে আনোয়ার হোসেন খাঁন, এলাকার জনগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান

মরনব্যধি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে আল্লাহর অশেষ রহমতে সুস্থ্য হয়ে ইউনিয়ন বাসীর মাঝে ফিরে এসেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নবাসীর সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে তিনি দুপুর সাড়ে ১২ টার সময় ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদে এসে পৌছান। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগন চেয়ারম্যান আনোয়ার খাঁনকে গোলাপের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানান। চেয়ারম্যান ফিরে আসায় হঠাৎ কর্মচঞ্চল হয়ে ওঠে পরিষদ। চেয়ারম্যানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় অনেকে। প্রিয় চেয়ারম্যান সুস্থ্য হয়ে ফিরে আসায় অনেকে আল্লাহর কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউপি সদস্য মোহাম্মদ আলী ঢালী, মনির হোসেন সুমন, মনি পিয়ারু, দেলোয়ার হোসেন, খাদিজা বেগম, সোহেল লাকুরিয়া সহ অনেকে তাদের অনুভুতি প্রকাশ করে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে মরনব্যধি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে আমাদের সকলের প্রিয় চেয়ারম্যান ও প্রিয় নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন আমাদের মাঝে ফিরে এসেছেন। এজন্য আমরা আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই। চেয়ারম্যান ফিরে আসায় পরিষদে কাজের গতি ফিরে আসবে। আল্লাহ যেন আমাদের প্রিয় চেয়ারন্যানকে দীর্ঘ হায়াত দান করেন যাতে তিনি আগের মতো মানুষের পাশে থেকে সারাজীবন সেবা করে যেতে পারেন।’

চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন বলেন, ‘মরনব্যধি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আমি প্রায় দুই মাস ঢাকার হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলাম। ডিঙ্গামানিক ইউনিয়নবাসীর দোয়ার বরকতে এবং মহান আল্লাক পাকের অশেষ রহমতে মরণব্যাধি থেকে মুক্ত হয়ে আমি আবার জনগণের মাঝে ফিরে এসেছি। এজন্য আমি মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং ডিঙ্গামানিক বাসীর প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই। পূর্বে আমি যেভাবে ডিঙ্গামানিক ইউনিয়নবাসীর সুখে দুখে পাশে থেকে সেবা করেছি, তেমনিভাবে ভবিষ্যতেও যতদিন বাঁচবো জনগণের পাশে থেকে সেবা করে যাবো।’

এ সময় ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মোল্যা, ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী বাকির হোসেন, যুবলীগ নেতা জসিম মাল, মন্টু শেখ, আলাল মোল্যা, মনির বেপারী, শাহ আলম তপাদার প্রমুখ উপস্থিত ছিলেন।