Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
শরীয়তপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৮ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে এ সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।

সেমিনার ও আলোচনা সভায় “কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।