
‘‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে সমাজের সকল স্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মকর্তাদের জনগনের সেবা করতে হবে, সরকারের উন্নয়নে সকলকে এগিয়ে এসে প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সহযোগী হতে হবে’’ শরীয়তপুরের গোসাইরহাটে বিদায়ী সর্ম্বধনা সভায় এসব কথা বলেন বিদায়ী জেলা প্রশাসক কাজী আবু তাহের।
৪ অক্টোবর দুপুরে গোসাইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বদলিজনিত কারণে শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা সোহেব আলী, বীরমুক্তিযোদ্ধা আঃ রব সরদার, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিাজনুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ কুমার সরকার ও গোসাইরহাটের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, কাজী আবু তাহের ২০১৮ সালের ৫ মার্চ শরীয়তপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তে পরিচালক পদে যোগদান করবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |