
বিশ্বের অন্যান্য দেশের মতো শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের উদ্দ্যোগে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রতিদিনই ডিম খাই, রোগ-প্রতিরোধের ক্ষমতা বাড়াই’।
০৯ অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান ঢালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডা. কে এম তানজীর নাঈম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) ডা. পপি হাজরা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. মিজানূর রহমান, উপজেলা তথ্য আপা অফিসার রুপালী খাতুন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ ফিল্ড এসিস্ট্যান্ড (এলডিডিপি), উপজেলা সহকারী প্রাণিসম্পদ অফিসার, গোসাইরহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম সাইফুল্লাহ কাওসার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। তিনি জানান, ডিমে সুলভমূল্যে উচ্চমাত্রার প্রোটিন পাওয়া যায়। পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। বিশ্বজুড়ে প্রতিদিনের খাদ্য হিসেবে ডিমের ভূমিকা সম্পর্কে সচেতনতা প্রচার করা হয় এই দিনে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |