Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দেশব্যাপী ধর্ষণ বন্ধে নড়িয়ায় কীর্তিনাশা থিয়েটারের স্মারকলিপি

দেশব্যাপী ধর্ষণ বন্ধে নড়িয়ায় কীর্তিনাশা থিয়েটারের স্মারকলিপি
দেশব্যাপী ধর্ষণ বন্ধে নড়িয়ায় কীর্তিনাশা থিয়েটারের স্মারকলিপি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও এর স্থায়ী অবসানের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা থিয়েটারের পক্ষ হতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসীফ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কীর্তিনাশা থিয়েটারের সভাপতি ডি এম বরকত আলী, যুগ্ম-সাধারন সম্পাদক উজ্জল বন্দুকছি, প্রচার সম্পাদক বি এম মোতালেব হোসেন ও সদস্য মাষ্টার শহিদুল ইসলাম।

এ সময় বরকত আলী মুরাদ বলেন, আজ দেশে ধর্ষণ এক মহামারী আকার ধারণ করেছে। সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং যারা ধর্ষক বা এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।