Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
গাছের চারা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ

শরীয়তপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা যুব ভবনে ০১ নভেম্বর রবিবার সকাল ১০ টায় “মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে মাদক, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী, কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যাবহারে জনসচেতনতামূলক আলোচনা সভা, সনদ, যুব ঋণের চেক ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম হোসিয়ার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।