Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ০২ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৮৬ জন। নতুন করে ১১ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার ০৩ নভেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ২ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০১ জন ও জাজিরা উপজেলার ০১ জন।

জেলায় নতুন সুস্থ হওয়া ১১ জনের মধ্যে জাজিরা উপজেলার ০৫ জন, ভেদরগঞ্জ উপজেলার ০১ জন ও ডামুড্যা উপজেলার ০৫ জন।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ২৩ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৬৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ১৭ জনসহ মোট ৮ হাজার ৫৯০ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৭১৬ জন, জাজিরায় ২০৩ জন, নড়িয়ায় ২২৫ জন, ভেদরগঞ্জে ২৩৪ জন, ডামুড্যায় ১৮৮ জন ও গোসাইরহাটে ২২০ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৭৮৬ জন।

০৩ নভেম্বর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৬৯৭ জন, জাজিরায় ২০০ জন, নড়িয়ায় ২১৪ জন, ভেদরগঞ্জে ২২৬ জন, ডামুড্যায় ১৮৭ জন ও গোসাইরহাটে ২২০ জন। মোট সুস্থ ১৭৪৪ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ১৯ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।