
শরীয়তপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এরপর ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শরীয়তপুর জেলা শহরে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে পথসভা করে। জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এছাড়া জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠান সফল করতে শরীয়তপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সংগ্রামী সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোহর বাজার মোড় থেকে মিছিলসহকারে এসে অনুষ্ঠানে যেগদান করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |