Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ডামুড্যায় ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ডামুড্যায় ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

“কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় ডামুড্যা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সোমবার ৯ নভেম্বর সকাল ১০ টায় ল্যাকটেটিং হেলথ ক্যাম্প-২০২০ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ডামুড্যা পৌরসভা হলরুমে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল মুঈদ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক খাদীজাতুন আছমা, ডামুড্যা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, ডামুড্যা উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মানসী শাহ তুলি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ লোকমান হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিল জসিম উদ্দিন মিল্টন, আলী আকবর সহ ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্পের সুবিধাভোগী মহিলাবৃন্দ, সামাজিক ব্যক্তিকর্তৃক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে হেলথ ক্যাম্পের বিভিন্ন সামগ্রী বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।