
শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারী। শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে নির্বাচন কমিশন-এর গেজেটভুক্ত নির্বাচনী নীতিমালা ও প্রার্থী সমর্থকদের আচরণ বিধি নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওনসহ কর্মকর্তাগণ, ৪ জন মেয়র প্রার্থী, ৩৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী বিভিন্ন দিক নিয়ে খোলা মেলা আলোচনা করেন প্রার্থীরা। নির্বাচনী আচরণের গেজেট পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সাইফুর রহমান, পিপিএম।
এ সময় পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান সকল প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহবান জানিয়ে দেশের উন্নয়নে আইন-শৃঙ্খলা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। সেই সাথে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়ে হুশিয়ারী প্রদান করেন। এছাড়া তিনি রাষ্ট্রীয় নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকল প্রার্থীদের নির্দেশ প্রদান করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী সকল বিধি মেনে নেয়ার জন্য আহবান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |