
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারী) বেলা ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। এর আগে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্যা র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে সহস্রাধিক ছাত্রলীগ কর্মী র্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জননেতা এ কে এম এনামুল হক শামীম।
এ সময় তিনি বলেন, ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবেনা। সবসময় জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে কাজ করে যেতে হবে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদ্জ্জুামান বিপ্লবের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরে আলম আশিক।
আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সহ সভাপতি আলাউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন সহ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |