Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়িয়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়িয়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারী) বেলা ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। এর আগে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্যা র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে সহস্রাধিক ছাত্রলীগ কর্মী র‌্যালিতে অংশ নেন।

আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জননেতা এ কে এম এনামুল হক শামীম।

এ সময় তিনি বলেন, ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবেনা। সবসময় জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে কাজ করে যেতে হবে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদ্জ্জুামান বিপ্লবের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরে আলম আশিক।

আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সহ সভাপতি আলাউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন সহ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।