Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর উপজেলায় বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠনকে জরিমানা

শরীয়তপুর সদর উপজেলায় বাজার মনিটরিং অভিযান, ৩ প্রতিষ্ঠনকে জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ এপ্রিল) শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং ও আঙ্গারিয়া বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ও ফলের দোকান পরিদর্শণ করা হয়। এ সময় পণ্য বিক্রয়ে ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও ওজনে কারচুপিসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।