Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলায় দরিদ্রদের মাঝে পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলা হাসপাতালের সভাকক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে সদর উপজেলার ১৩০ জন দরিদ্রদের প্রত্যেককে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ ও ১ লিটার সয়াবিন তেল দেওয়া হয়। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন। এছাড়া ডা. মিতু আক্তার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

২৩ এপ্রিল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়। চলে ২৯ এপ্রিল পর্যন্ত। এই পুষ্টি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এতিমদের মাঝে খবার বিতরণ, বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা এবং গর্ভবতী মায়েদের মেডিকেল চেকআপ করানো হয়। ২৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহর কার্যক্রম সমাপ্ত হয়।