Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে শ্রমজীবীদের মাঝে তৈরি খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে শ্রমজীবীদের মাঝে তৈরি খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক

‘শ্রমজীবী মানুষের মুখে তুলে দেই ক্ষুধার অন্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ২৮তম (শেষ দিন) দিনের মতো নিজেদের তৈরি খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকেল ৫ টায় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন ও ‘শৈশব, তারুণ্য এবং ৭১’র চেতনা’ নামে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমজীবী (দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক) মানুষের মাঝে নিজেদের তৈরি এসব খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

খাবারের প্যাকেট বিতরণের সময় নিজে উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

কোভিডকালীন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের মুখে আনন্দের হাসি-ফোটানো মহতী এই উদ্যোগ গত ২৩ এপ্রিল ২০২১ তারিখ থেকে শুরু হয় এবং ২৮ মে ২০২১ শুক্রবার এর শুভ সমাপ্তি ঘটে।

এটি তারুণ্যের শক্তিতে উজ্জীবিত একটি শাণিত শরীয়তপুর উদ্যোগ। জনসেবার এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।