Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুরে ‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব দুগ্ধ দিবস-২০২১” উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ জুন) দিবসটি পালন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে সীমিত আকারে এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী ও খামারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।