
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) জেলা ক্রীড়া অফিস এর সহযোগিতায় বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডাঃ এস. এম. আব্দুল্লাহ-আল-মুরাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম তপাদার ও শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান।
অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ খেলোয়ারদের ফুলেল শুভেচ্ছা জানান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শরীয়তপুর সদর ও জাজিরা ফুটবল দল।
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই মাঠে উপস্থিত থেকে নিজ নিজ ফুটবল দলকে উৎসাহ যোগান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |