Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে “ভূমি সেবা সপ্তাহ ২০২১” শুরু

শরীয়তপুরে “ভূমি সেবা সপ্তাহ ২০২১” শুরু
শরীয়তপুরে “ভূমি সেবা সপ্তাহ ২০২১” শুরু

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে “ভূমি সেবা সপ্তাহ ২০২১”। “ভূমি সেবা সপ্তাহ ২০২১” এর প্রথমদিন রোববার স্টলসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং রাজস্ব প্রশাসনের কর্মচারীগণ।

ভূমির ডিজিটালাইজড সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাসমূহের প্রচার-প্রচারণার লক্ষ্যে ৬ জুন রোববার থেকে সপ্তাহব্যাপী শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আম্রকাননে পালিত হচ্ছে এ “ভূমি সেবা সপ্তাহ ২০২১”।

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমি সেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়ে, হোল্ডিং কার্যক্রম রেজিষ্ট্রেশন করতে গ্রাহকদের লাগবে রেকর্ডীয় মালিকের খতিয়ানের কপি, পূর্ববর্তী দাখিলার কপি, মালিকানা সংক্রান্ত রেজিষ্ট্রিকৃত দলিল এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর।