Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত ইউএনও আলমগীর হোসাইন

স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত ইউএনও আলমগীর হোসাইন
স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত ইউএনও আলমগীর হোসাইন

টিকা নেওয়ার পরও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন, স্ত্রী ও কন্যাসহ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ইউএনও আলমগীর হোসাইনসহ পরিবারের অন্য সদস্যদের শরীরে অসুস্থতা দেখা দিলে। বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার সন্তানসম্ভবা স্ত্রী ও একমাত্র কন্যাও করোনা পজিটিভ হয়েছেন।

এ ব্যাপারে ইউএনও আলমগীর হোসাইন মোবাইল ফোনে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, তিনিসহ তার পরিবারের সকলেই বাসায় আইসোলেশনে আছেন। তিনি সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন।