
মাদারীপুরে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে জেলা পুলিশ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে কয়েক দফা শহরের বিভিন্ন অলিগলি টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট । এ সময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা। গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। শহরের শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে- নিত্যপয়োজনীয় পণ্যের দোকান।
সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো জেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল দৈনিক রুদ্রবার্তাকে জানান, লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করছে জেলা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।
এই কর্মসূচি বাস্তবায়ন করতে পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) চাই লাউ মারমা, সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |