
তৃতীয় দিনেও শরীয়তপুর সদর উপজেলায় প্রশাসন রয়েছে তৎপর। শনিবার ৩ জুলাই শরীয়তপুর চৌরঙ্গী মোড়ে মোবাইল কোর্ট ও মোহরার সময় সাংবাদিকদের নিকট এমনই প্রত্যয় ব্যক্ত করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ও পালং মডেল থানা ওসি আক্তার হোসেন। তারা বলেন, পুরো সাতদিন-ই কঠোর লকডাউন পালিত হবে। মানুষের ভিতর লকডাউন নিয়ে অনেক আতঙ্ক আছে। আমরা সবসময় মানুষকে সচেতন করছি।
সবাই স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে প্রশাসনের কঠোরতার কথা ভেবে বাড়িতে অবস্থান করছে। আমরা ইউনিয়ন পর্যায়ও লকডাউন পালনের জন্য টহল দিচ্ছি। তারা আরও বলেন, তৃতীয় দিনে হাট-বাজার অর্থাৎ গরুর হাটের দিকে বিশেষ নজরদারী চালাচ্ছি। স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছি। এককথায় সদর উপজেলা একদিকে যেমন পুলিশের টহল টিম অন্যদিকে ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত, সব মিলিয়ে খুবই কঠোর অবস্থানে থেকে প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে লকডাউন মানাতে বাধ্য করছে। তবে সকল স্থানে পুলিশ এবং প্রশাসন যথেষ্ট কঠোর অবস্থানে রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |