Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপু‌রে দ্রুত বাড়‌ছে ক‌রোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২

শরীয়তপু‌রে দ্রুত বাড়‌ছে ক‌রোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২
শরীয়তপু‌রে দ্রুত বাড়‌ছে ক‌রোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২

শরীয়তপু‌রে দ্রুত বাড়‌ছে ক‌রোনা ভাইরা‌সের সংক্রমণ। গত ক‌য়েক‌দি‌নের নমুনা সংগ্রহ করা রি‌পো‌র্টে ‌বে‌শিরভাগ রোগীর শরী‌রে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) শরীয়তপুর সি‌ভিল সা‌র্জন কার্যাল‌য়ের এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৬ জ‌নের নমুনা পরীক্ষার রি‌পো‌র্টে ৫২ জ‌নের শরী‌রে ক‌রোনা ভাইরা‌সের উপ‌স্থি‌তি পাওয়া গে‌ছে।

এরম‌ধ্যে সদর উপ‌জেলায়- ১৪, জা‌জিরা- ০৭, ন‌ড়িয়া- ০৫, ভেদরগঞ্জ- ১১, ডামুড্যা- ০৬, গোসাইরহাট- ০৯ জন। এ‌ নি‌য়ে জেলার মোট ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত রোগীর সংখ্যা- ৩২৯ জন।

এছাড়া ক‌রোনা ভাইরা‌সের লক্ষণ শুরুর পর থে‌কে এখন পর্যন্ত জেলায় ২৯ জ‌নের মৃত্যু হয়ে‌ছে। তবে ক‌রোনা উপসর্গ নি‌য়ে কতজনের মৃত্যু হ‌য়ে‌ছে তার কোন তথ্য দি‌তে পা‌রেনি জেলার স্বাস্থ্য বিভাগ।