
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় শরীয়তপুর নড়িয়া থানা এলাকায় শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে বিট পুলিশিং স্টিকার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জনসাধারণের মাঝে বিট পুলিশিং স্টিকার বিতরণসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের সামনে সংশ্লিষ্ট বিট অফিসার, ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো হয়।
উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং স্টিকার বিতরণের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ছবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, নড়িয়া থানার অফিসার ইনচাজ অবনী শংকর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |