
গত ৫ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করেছে শরীয়তপুরের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।
এ দিন কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকদের সম্মানে নানাবিধ আয়োজনে সাজানো হয় দিনের কর্মসূচী। সকালে প্রথম প্রহরে শিক্ষকদের বিশেষ সম্মান জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেয়। এর পর কলেজ মাঠে কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন সকল শিক্ষকদের নিয়ে কেক কেটে দিবসের মূল আয়োজন সম্পন্ন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু মাত্র একটি দিন নয় আমরা আমাদের শিক্ষা গুরুদের সারাজীবন মনের মনিকোঠায় শ্রদ্ধায় স্মরণ করবো। তাহলেই প্রকৃত অর্থে এ দিবসের সুফল মিলবে।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ সালাম প্রদর্শন করে। পরে কলেজ অধ্যক্ষ শিক্ষকদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গনে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। সত্যি এ এক অসাধারণ আয়োজন ছিলো শিক্ষকদের জন্য।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |