Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন

গত ৫ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করেছে শরীয়তপুরের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।

এ দিন কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকদের সম্মানে নানাবিধ আয়োজনে সাজানো হয় দিনের কর্মসূচী। সকালে প্রথম প্রহরে শিক্ষকদের বিশেষ সম্মান জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেয়। এর পর কলেজ মাঠে কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন সকল শিক্ষকদের নিয়ে কেক কেটে দিবসের মূল আয়োজন সম্পন্ন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু মাত্র একটি দিন নয় আমরা আমাদের শিক্ষা গুরুদের সারাজীবন মনের মনিকোঠায় শ্রদ্ধায় স্মরণ করবো। তাহলেই প্রকৃত অর্থে এ দিবসের সুফল মিলবে।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ সালাম প্রদর্শন করে। পরে কলেজ অধ্যক্ষ শিক্ষকদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গনে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। সত্যি এ এক অসাধারণ আয়োজন ছিলো শিক্ষকদের জন্য।