Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কোদালপুর বালিকা বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন করেন জেলা প্রশাসক

কোদালপুর বালিকা বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন করেন জেলা প্রশাসক
কোদালপুর বালিকা বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন করেন জেলা প্রশাসক

বয়ঃসন্ধি পার করছে আমাদের যে কন্যারা, তাদের বিদ্যালয়গুলোতে একটুখানি স্বস্তির ঠিকানা করে দিতে মুজিব শতবর্ষে শরীয়তপুর জেলা প্রশাসন -এর উদ্যোগ ‘কন্যা সাহসিকা।’

বুধবার ০৬ অক্টোবর বিকেল ৪টায় গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ ওয়াশব্লকের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তনের সময়কালে সঠিক পরিচর্যা। এ সময়ে বিদ্যালয়ে ছাত্রীদের স্বাচ্ছন্দ্যে আসতে পারা তথা মেধা ও স্বাস্থ্যের বিকাশে ‘কন্যা সাহসিকা’ উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিশ্বাসে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণসহ বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন।