Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় পদ্মায় মা ইলিশ ধরায় ২৮ জেলেকে ২১ দিনের কারাদণ্ড

জাজিরায় পদ্মায় মা ইলিশ ধরায় ২৮ জেলেকে ২১ দিনের কারাদণ্ড
জাজিরায় পদ্মায় মা ইলিশ ধরায় ২৮ জেলেকে ২১ দিনের কারাদণ্ড

শরীয়তপুর জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১-এর নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার ৮ অক্টোবর ভোর ৫টার দিকে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদের ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ২১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন জাজিরা উপজেলার নিজাম সরদার, সেলিম মৃধা, আলি মোল্লা, তুহিন মোল্যা, আকাশ মাঝি, রাব্বি খলিফা, শিমুল মাদবর, বাবুল মোল্লা, আরিফ মাদবর, দেলোয়ার হোসেন মাল, বাবু বয়াতি, রতন মাদবর, আলামিন মোল্লা, হিরন ছৈয়ল, মাসুদ আখন, সাইফুল সরদার, আয়নাল মোলঙ্গী ও ছত্তর মুন্সি।

উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা কারাদণ্ডের বিষয়টি দৈনিক রুদ্রবার্তাকে নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ৩০ কেজি মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।