Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর ইউপিতে নৌকা পেলেন যারা

শরীয়তপুর সদর ইউপিতে নৌকা পেলেন যারা
শরীয়তপুর সদর ইউপিতে নৌকা পেলেন যারা

শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। রোববার ১০ সেপ্টেম্বর রাতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এসব তথ্য নিশ্চিত করেন।

বিনোদপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবদুল হামিদ সাকিদার, চিতলিয়া ইউপিতে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার হারুন অর রশীদ হাওলাদার, তুলাসার ইউপিতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন ফকির, চন্দ্রপুর ইউপিতে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম খান, রুদ্রকর ইউপিতে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম ঢালী, শৌলপাড়া ইউপিতে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন খান, আংগারিয়া ইউপিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা আক্তার, মাহমুদপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মুন্সী, ডোমসার ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান মোহাম্মদ খান এবং পালং ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দেওয়ান চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আওয়ামী লীগ মনোনীত এ ১০ প্রার্থী আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।