
শরীয়তপুরের ডোমসার ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে “কলরব” নামে একটি পাঠাগারের উদ্ধোধন করা হয়েছে। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার ২৪ অক্টোবর সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম তপদার ও উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এ পাঠাগারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গন্ধুর জীবনীসহ বিভিন্ন লেখকের বই দিয়ে লাইব্রেরীটি সাঁজানো হয়েছে।
এ ধরণের উদ্যোগ সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বক্তারা। চেয়ারম্যানের ব্যতিক্রমি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সারা দেশে এ উদ্যোগ ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেছেন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |