Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডোমসার ইউনিয়ন পরিষদে লাইব্রেরী উদ্বোধন

ডোমসার ইউনিয়ন পরিষদে লাইব্রেরী উদ্বোধন
ডোমসার ইউনিয়ন পরিষদে লাইব্রেরী উদ্বোধন

শরীয়তপুরের ডোমসার ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে “কলরব” নামে একটি পাঠাগারের উদ্ধোধন করা হয়েছে। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার ২৪ অক্টোবর সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম তপদার ও উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এ পাঠাগারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গন্ধুর জীবনীসহ বিভিন্ন লেখকের বই দিয়ে লাইব্রেরীটি সাঁজানো হয়েছে।

এ ধরণের উদ্যোগ সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বক্তারা। চেয়ারম্যানের ব্যতিক্রমি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সারা দেশে এ উদ্যোগ ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেছেন তারা।