
আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রুদ্রকর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ করছেন। তারই ধারাবাহিকতায় রবিবার ৩১ অক্টোবর রাত সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাসপাড়া দাসবাড়ি ও ৫নং ওয়ার্ডের চরসোনামুখী হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী পথসভায় আলোচনা করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী।
আলোচনা সভার শুরুতেই ৩নং ওয়ার্ডের দাস বাড়িতে গান্ধী দাস-এর সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ডের চরসোনামুখীর রাধাগোবিন্দ মন্দিরে ধীরেন কুলুর সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপুসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। এবং নৌকা মার্কার শ্লোগাণ দেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী বলেন, আমাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র হাতকে শক্তিশালী করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ঢালী বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কোন বিনিময় ছাড়াই কাজ করবো। এমনকি কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে, কাউকে পরিষদে কষ্ট করে আসতে হবে না, মোবাইল ফোনে বললেই সার্টিফিকেট বাড়িতে চলে যাবে। এরপর তিনি সকল ভোটারকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্েযও আহবান জানান।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |