Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা প্রশাসকের অনলাইনে গণশুনানি

শরীয়তপুর জেলা প্রশাসকের অনলাইনে গণশুনানি
অনলাইন গণশুনানিতে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান অনলাইনে গণশুনানি শুরু করেছে। বুধবার ৩ নভেম্বর দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল চরআত্রয় ইউনয়ন ডিজিটাল সেন্টারে যুক্ত হয়ে ওই এলাকার মানুষের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানে দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।

এ সময় জেলা প্রশাসককে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ভূমি সংক্রান্ত নানা সমস্যর কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসক তাদের কথা শুনেন এবং সমাধানের চেষ্টা করেন। এ সময় নড়িয়া উপজেলার চরআত্রা প্রান্তে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি শরীয়তপুর জেলাতে যোগদানের পর থেকে নিয়মিত প্রতি বুধবার গণশুনানি করে আসছি। লক্ষ করে দেখলাম শুনানিতে জেলা শহরের আশপাশের কয়েকটি ইউনিয়নের লোকজন অংশ নেয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এ সেবার আওতায় আনতে পারছিলা না। তাই চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার অবহেলিত সাধারণ মানুষকে গণশুনানিতে যুক্ত করতে এ উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি বুধবার সরাসরি গণশুনানির সাথে সাথে ভিডিও কনভারেন্সের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকেও এ সেবায় যুক্ত করা হবে।