
শরীয়তপুর জেলার উন্নয়ন সংগঠন এসডিএস এর সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ০৪ নভেম্বর বেলা ১১টায় ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বরিশাল জোন-এর আওতাধীন শরীয়তপুর জেলার ২৬টি ব্যাংক সমন্বিতভাবে কোভিড-১৯ পরবর্তী সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ে দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করে ।
আইএফআইসি ব্যাংক শরীয়তপুর শাখার ব্যবস্থাপক সুকান্ত কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান ঢালী ও বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক মো: আলাউদ্দীন হোসেন।
মতবিনিময় সভায় শরীয়তপুর জেলায় কর্মরত ২৬টি ব্যাংকের ৭০ জন কর্মকর্তাসহ জেলার ৩জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান ঢালী দৈনিক রুদ্রবার্তাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিডোত্তর অর্থনীতি পুনরুদ্ধারে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। তারই ফলশ্রুতিতে এ প্যাকেজ সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের সাথে সমন্বিতভাবে কাজ করছে। আমরা কোভিড এর চ্যালেঞ্জ মোকাবেলাবেলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |