Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা

রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা
রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা

র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ০৪ নভেম্বর র‌্যাব-২ এর আভিযানিক দল উক্তস্থানে অভিযান পরিচালনা করে সন্দেহ ভাজন মোঃ আলমাসকে আটক করে। আটককৃত ব্যাক্তিকে তল্লাশীকালে তার সাথে থাকা কাগজের কার্টুনের মধ্যে একটি ঢাকনাযুক্ত গীজারের ভিতরে লুকায়িত ১০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘ দিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে রাজশাহী পুঠিয়া থানায় ও রাজধানীর মতিঝিল থানায় ০২টি মাদক সংক্রান্ত মামলার সন্ধান পাওয়া গেছে।