Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর

ভেদরগঞ্জে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর
ভেদরগঞ্জে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ঊপজেলার সখিপুর থানার চরন্সেসাস নরসিংপুর মালেক বেপারী কাণ্দি গ্রামে চাচা ভাতিজার পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরধরে এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন যাবত হাসান গাজী ও সোবাহান গাজীর সাথে জায়গা জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত ৩১ অক্টোবর সকাল অনুমান ১০টার সময় হাসান গাজীর নীজ ভোগ দখলীয় পৈত্রিক জমির বাড়ি পূর্ব পাশ্বে কবরস্থান ও গাছের বাগান সোবাহান গাজী জোরপুবক দখল করতে গেলে হাসান গাজীর বাবা রুহুল আমিন গাজী বাধা দিলে লাঠি সোটা দিয়ে রুহুল আমিন গাজীকে মারপিট শুরু করিলে তার ডাক চিৎকার শুনে হাসানের মা ফাতেমা (৪৫) ছোট মা হাসিনা(৪০) বেগম, ভাই ইসমাইল(২৮) আগাইয়া আসিলে সোবাহান গাজীসহ তার ছেলেরা মুনছুর গাজী গংরা দেশীও রামদা ছেনদা দিয়ে তিন জনকে কুপিয়ে রক্তাত্ত জখম করে ফেলে যায় । হাসান গাজী সহ এলাকার লোকজন এদের উদ্ধার করে ভেদেরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হাসানের মা ফাতেমা ৬দিন যাবত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা মিমাংসা করার চেষ্টা করলেও সোবাহান গাজীর দুই ছেলে মুনছুর গাজী ও নাসির গাজী এরা মাদক বিক্রী সম্রাট হওয়াতে এলাকার বিচার থেকে বঞ্চিত হচ্ছে হাসান গাজীরা ।
মামলার বাদী হাসান আরো বলেন, আসামীদের ভয়ে আমি বাড়ি যাইতে পারতেছিনা । এ ব্যাপারে সখিপুর থানায় হাসান গাজী ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সখিপুর থানার ভারপ্রাপ্ত কমকতা আসাদুজ্জামান বলেন, এ থানায় মামলা হয়েছে আসামী সোবাহান গাজীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।