
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় গোপালপুর ইউনিয়নের একটি নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজ্বী গ্রামে এ ঘটনা ঘটে। এ দিকে এই ঘটনার প্রতিবাদে সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধজ্বী গ্রামে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা । পরে খবর পেয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নৌকা পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। এ নিয়ে এলাকায় বড় ধরনের সংঘর্ষ-সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী। তবে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার সরদার বলেন, গোপারপুর ইউনিয়নের ধজ্বী আমার একটি নির্বাচনী কার্যালয় আছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীক তৈরি করে রেখেছি। গভীর রাতে ওই প্রতীকী নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এবং নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করেছে। যারা নৌকা পুড়িয়েছে, তাদের উপযুক্ত বিচার দাবি করছি।
ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |