
সিঙ্গাপুরের স্বনামধন্য বাংলাদেশি লেখক শরীফ উদ্দিনের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে করোনা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ ও ৬ নভেম্বর শুক্রবার ও শনিবার কেদারপুর উচ্চবিদ্যালয় ও চন্ডিপুর উচ্চবিদ্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়িয়া-জাজিরা বেড়িবাঁধ আন্দোলনের আহ্বায়ক, নড়িয়া পৌরসভার মেয়র সাহিত্যিক, রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ওরফে গেরিলা আজাদ।
সিঙ্গাপুর রেডক্রস সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ত্রাণ বিতরণ করেন নড়িয়া’র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গাঙচিল স্পোর্টিং ক্লাব ও জনকল্যাণ সংস্থা।
প্রতি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১লিটার তেল, ১কেজি করে ডাল, আলু, পেয়াজ, লবন, ২টি সাবান, মাস্ক, স্যালাইন ও টেবলেট।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, “কেদারপুরের একটি ঐতিহ্যবাহী সংগঠন গাঙচিল স্পোর্টিং ক্লাব, এরা সব সময়ে সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিচ্ছে। আজ লেখক শরীফ উদ্দিনের মাধ্যমে অসহায়দের যে সহযোগিতা দিচ্ছে তা দেখে অন্যদের অনুপ্রাণিত হওয়া উচিত। আপনারা নদীভাঙা মানুষ অবগত আছেন যে মাননীয় উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রচেষ্টায় কেদারপুরে বেড়িবাঁধের কাজ সম্পন্ন হয়েছে এখানে আর নদীভাঙনের আশংকা নেই।”
লেখক শরীফ উদ্দিন ১৯৭৮ সালের ৫ই সেপ্টেম্বর ময়মনসিংহের নান্দাইল থানার দিলালপুর গ্রামে জন্মগ্রহণ করেন৷ বাংলাদেশ থেকে সিরামিক টেকনোলজির উপর ডিপ্লোমা সম্পূর্ণ করে ভাগ্যের সন্ধানে ২০০৮ সালে সিঙ্গাপুরে গমন করেন তিনি৷
সেখানে যুক্ত ছিলেন সিঙ্গাপুরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। ২০১৭সালে তার বাংলা বইয়ের ইংরেজি অনুবাদ ”Stranger to Myself’ প্রকাশিত হলে তা সিঙ্গাপুরে ব্যাপকভাবে সমাদৃত হয় এবং সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ কিছু পুরস্কারও অর্জন করে নেয়।
সিঙ্গাপুরের বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে তার লেখনী নিয়মিত প্রকাশিত হচ্ছে তার একাধিক বইয়ের নিয়মিত মুদ্রন হচ্ছে।
সিঙ্গাপুরের সাহিত্য সংগঠক ও গাঙচিল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মনির আহমদ-এর সাথে সুসম্পর্কের সূত্র ধরেই কেদারপুরে রেডক্রস সোসাইটির সহযোগিতায় এই ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
গাঙচিল স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন হোসাইন মাল-এর সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ্, বেড়িবাঁধ আন্দোলন কমিটির সদস্য সচিব সাইদুল হক মুন্না, সাবেক চেয়ারম্যান ইমাম হোসাইন দেওয়ান, শরীয়তপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরদার, সদস্য সচিব আলমগীর হাওলাদার, যুগ্ন আহ্বায়ক মান্নান মোল্লা, এহসানুক হক মাস্টার, কেদারপুর ইউনিয়নের স্থানীয় মুরুব্বী মোতাহের হোসেন শিকারী, শহিদুল ইসলাম বাদল, আক্কাস মাদবর, আক্তার হাওলাদার, বিল্লাল মেম্বার প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |