
ভেদরগঞ্জ উপজেলা সদরে আমির হোসেন সরদার (আমির ডিলার) নামে এক ব্যক্তি সরকারী জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি গণমাধ্যম কর্মীদের দৃষ্টিগোচর হলে গত ২ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি শরীয়তপুর জেলা প্রশাসন আমলে নিয়ে ভবন অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। জেলা প্রশাসনের নির্দেশে ৭ নভেম্বর রোববার বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল মাজলুবিন রহমান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহালম রেজার উপস্থিতে নির্মাণাধীন ভবনের অতিরিক্ত অংশ অপসারণ করা হয়।
জানাগেছে, ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী আমির হোসেন সরদার বাংলাদেশ সরকারের পক্ষে মালিক জেলা প্রশাসক থেকে লিজ নিয়ে সরকারী জমিতে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কয়েক মাস পূর্বে থেকে সেই লিজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন আমির ডিলার। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবৈধ নির্মাণাধীন ভবনের অতিরিক্ত অংশ অপসারণের নির্দেশ দেয়। জেলা প্রশাসকের নির্দেশ মতে রোববার ভবনটি ভেঙ্গে ফেলা হয়। চুক্তিবিধি মোতাবেক পুনরায় অস্থায়ী ভবন নির্মাণের নির্দেশ প্রদান করা হয়েছে আমির ডিলারকে।
লিজ মালিক আমির ডিলার বলেন, লিজের নিয়ম আমার জানা ছিলনা। এবার লিজের নিয়ম মেনে পুনরায় ভবন নির্মাণ করব।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল মাজলুবিন রহমান বলেন, খাস খতিয়ানের কিছু জমি বাজারের মধ্যে রয়েছে। সেই জমি প্রতি বছর নবায়নের ভিত্তিতে ব্যবসায়ীদের মাঝে লিজ বরাদ্দ দেয়া হয়েছে। তাই সেই জমিতে কোন স্থায়ী বা বহুতল ভবন নির্মাণের বিধান নাই। নিয়ম ভেঙ্গে আমির ডিলার বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। জেলা প্রশাসকের নির্দেশে নির্মাণাধীন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। নিয়ম মেনে ভবন নির্মাণের জন্য আমির ডিলারকে পরামর্শ দেয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |