
শরীয়তপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শরীয়তপুরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়েজন করে।
সোমবার ০৮ নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই র্যালীর উদ্বোধন করেন।
র্যালী শেষে আইডিইবি জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী বাবুল চন্দ্র মালো’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম স্বপন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী এ টি এম জাহিদ, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন মিয়া, প্রকৌশলী সঞ্জিত সাহা প্রমুখ।
বক্তারা সম্প্রীতি সমৃদ্ধ ভবিষৎ গড়তে আধুনিক শিক্ষা ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে বিশ্লেষন করে বক্তব্য উপস্থাপন করেন। এসময় শরীয়তপুরে কর্মরত প্রায় অর্ধ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |