
সাবেক পানিসম্পদ মন্ত্রী আধুনিক শরীয়তপুরের রূপকার প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের নামে ডামুড্যা সরকারি পূর্ব মাদারীপুর কলেজের নাম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ নামে নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার ৮ নভেম্বর সকাল ১০ টায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠ থেকে ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নাহিম রাজ্জাক এমপি কে ধন্যবাদ জানিয়ে একটি আনন্দ র্যালী বের করে। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর অধ্যক্ষ জহিরউল্লাহ, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বায়ক মেহেদী হাসান রুবেল মাদবর, ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, ছাত্রনেতা ইমরান হোসেন সবুজ, সানোয়ার হোসেন মিঠু, রেজাউল করিম, নিপু প্রমূখ।
সমাবেশে বক্তাগন বলেন, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের নাম সরকারি আব্দুর রাজ্জাক কলেজ করায় আমরা আজ আনন্দিত ও গর্বিত। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এমপি আলহাজ্ব নাহিম রাজ্জাক কে আন্তরিক ধন্যবাদ জানাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |