Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে ভলিবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ । ছবি- দৈনিক রুদ্রবার্তা

ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ নভেম্বর আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ৮ দলে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিনোদপুর উচ্চ বিদ্যালয়-সুবচনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ রাজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, সহকারী কমিশনার খান সালমান হাবীব, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্রীড়া শিক্ষকবৃন্দ।