
ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ নভেম্বর আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ৮ দলে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিনোদপুর উচ্চ বিদ্যালয়-সুবচনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ রাজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, সহকারী কমিশনার খান সালমান হাবীব, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্রীড়া শিক্ষকবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |