Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পি-৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত

পি-৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত
পি-৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পরিচিত পর্ব অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের স্বাগত জানাচ্ছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান । ছবি- দৈনিক রুদ্রবার্তা

পি-৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে’ ‘সোনালী সেতুর শ্যামল ভূমি’ শরীয়তপুর জেলায় আগমন উপলক্ষে তাদের কে স্বাগতম জানানো ও পরিচিতি পর্ব ১৩ নভেম্বর শনিবার সন্ধায় শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: সুবোধ কুমার দাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। এছাড়াও শরীয়তপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।