Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ

শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ
শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ

প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভালোবাসার টানে প্রায় অর্ধ শতাধিক মেধাবী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে মিলিত হয়েছে। উদ্দেশ্য ছিল শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার ৫ম বর্ষপূতি শেষে ৬ষ্ঠ বর্ষে পদার্পণকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা। অর্ধশত তরুণ-তরুণীর গল্প-আড্ডা আর স্বপ্নবুননে দিনটি হয়ে ওঠে এক অনিন্দ সুন্দর। চলতে থাকে অনুভূতি প্রকাশ, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজন। রাজনগর ইউনিয়নস্থ বটতলা বাজার সংলগ্ন আব্দুল মালেক মাস্টার পাঠাগার কক্ষে একঝাক মেধাবী পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা আয়োজনে ওঠে আসে পাঁচ বছর আগে সংগঠনের যাত্রায় নানা সঙ্কট, প্রতিকূলতা আর এর মাঝে এক পশলা বৃষ্টির মতো কিছু সুখ স্মৃতির কথা। নানা চড়াইউৎরাই পেরিয়ে এগিয়ে চলার গল্পও করেন কেউ কেউ।

দায়িত্বভার যাদের হাতে ন্যস্ত তাদের বক্তব্যে অল্প দিনের সাফল্যগাথা আর আগামীর স্বপ্ন নিয়ে চলার পথে সবাইকে পাশে পাওয়ার আশার কথা। সেইসাথে উঠে আসে জেলার শিক্ষা ব্যবস্থার প্রসার ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মনোন্নয়নের নানা পরিকল্পনা। গল্প-আড্ডা আর অনূভুতি প্রকাশের পর কেক কেটে বর্ণাঢ্য দিনটিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার সাংগাঠনিক সম্পাদক রানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক অরুপ ঢংগি, আজীবন সদস্য সুজন বেপারী এবং দপ্তর সম্পাদক হিরো মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মো.দেলোয়ার হোসেন, রাহাত মিয়া, ওবাইদুল রহমান, হিমেল আহমেদ, সাইফুল ইসলাম, প্রমুখ।
প্রসঙ্গত, শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা ২০১৯ সালের অক্টোবর মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারি নিবন্ধন লাভ করেন।