Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

নড়িয়ায় আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
নড়িয়ায় আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের অংশগ্রহণে আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভার আয়োজন করে নড়িয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর।