
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৩ জানুয়ারি-২০২২।
আজ রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন-এর কাছে চিকন্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট আকতার উজ্জামান মনোনয়ন দাখিল করেছেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র ইউনিয়নে এডভোকেট আকতার উজ্জামানসহ মোট ৭জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৮ জন ও সাধারন সদস্য পদে ৪৫ জন প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩১ জানুয়ারি এ সকল চিকন্দী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই হবে ৬ জানুয়ারি, প্রত্যাহার হবে ১২ জানুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১৩ জানুয়ারি। রিটানিং অফিসার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |