Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শীতার্তদের জন্য কম্বল নিয়ে বেদে পল্লীতে হাজির হন জেলা প্রশাসক পারভেজ হাসান

শীতার্তদের জন্য কম্বল নিয়ে বেদে পল্লীতে হাজির হন জেলা প্রশাসক পারভেজ হাসান
শীতার্তদের জন্য কম্বল নিয়ে বেদে পল্লীতে হাজির হন জেলা প্রশাসক পারভেজ হাসান

পৌষের একেবারে শেষভাগ। শীত জাঁকিয়ে বসেছে বেশ ভালোভাবেই। সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেদে পল্লীর শীতার্ত পরিবারে আজ অন্যরকম উষ্ণতার ছোঁয়া লেগেছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতার্তদের জন্য কম্বল নিয়ে খেয়া পার হয়ে নিজেই বেদে পল্লীতে হাজির হন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ২০০ পরিবারকে উপহারের কম্বল তুলে দেন।

শুধু ডোমসারে নয়, সদর উপজেলার আঙ্গারিয়াতেও আছে ৫০ টি বেদে পরিবারের আবাস। তাদেরকেও কম্বল বিতরণ করেন জেলাপ্রশাসক। এর মাধ্যমে শতভাগ বেদে পরিবারকে কম্বল বিতরণ করা হলো আজ।

এর পরের পর্বটা ছিলো তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে উপহারের কম্বল বিতরণের। জেলার উত্তর বাজারে একত্রেই থাকেন ২০ জন। প্রত্যেকেই জেলা প্রশাসকের হাত থেকে উপহারের কম্বল নেন হাসিমুখে। মানুষগুলো উষ্ণতার পরশ পেলো। এই শীতে অন্ততঃ কষ্ট পেতে হবে না এই তিনশো পরিবারের, এটুকুই প্রশান্তির। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।