Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুরের ভেদরগঞ্জ

নবাগত ইউএনও আবদুল্লাহ আল মামুন

নবাগত ইউএনও আবদুল্লাহ আল মামুন
নবাগত ইউএনও আবদুল্লাহ আল মামুন

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। গত সোমবার বিদায়ী শরীয়তপুরের ভেদরগঞ্জ ইউএনও তানভীর আল নাসীফ তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম দায়ীত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন।

তিনি এর আগে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আরডিসি হিসেবে দায়ীত্ব পালন করেন।

তিনি ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে কর্ম জীবন শুরু করেন। নবাগত ইউএনও শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সবার সহায়তা কামনা করছেন।