
মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রম পরিচালনায় সামাজিক সচেতনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলার ডামুড্যা থানা অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ।
নানা ধরণের কুসংস্কারসহ পুলিশী সেবা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ, চুরি, ছিনতাই,ডাকাতি, গুজব ইত্যাদিসহ সমসাময়িক বিবিধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রম পরিচালনা করে তিনি স্বীকৃতি অর্জন করেছেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস সূত্র মতে, ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৯৬টি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রম পরিচালনায় অংশ নিচ্ছেন। এর মধ্যে গত ২২ এপ্রিল ঢাকা রেঞ্জে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ। ডামুড্যা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই দুষ্টের দমন,শিষ্টের পালন নীতির মাধ্যমে চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সহ সামাজিক ও মানবিক বহুবিধ কাজের মাধ্যমে প্রশংশিত হয়েছেন। শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করায় সম্প্রতি শরীফ আহমেদ কে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার, এর পক্ষ থেকে ক্রেস্ট প্রেরণ করা হয়েছে।
ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ দৈনিক রুদ্রবার্তা কে বলেন, দায়িত্ব বোধ থেকে নিজের দায়িত্ব পালনের চেস্টা করি। স্বীকৃতি কাজের গতি বহুগুন বাড়িয়ে দেয়। আমাকে মূল্যায়ণ করায় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম( বার) স্যার এবং ডামুড্যাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |