Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাংবাদিক নোমানীকে হত্যার চেষ্টাঃ জড়িতদের গ্রেফতারের দাবী করেছে বিএমএসএফ

সাংবাদিক নোমানীকে হত্যার চেষ্টাঃ জড়িতদের গ্রেফতারের দাবী করেছে বিএমএসএফ
সাংবাদিক নোমানীকে হত্যার চেষ্টাঃ জড়িতদের গ্রেফতারের দাবী করেছে বিএমএসএফ

বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম – বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম পাইলট, সিনিয়র সহ- সভাপতি সাঈদুর রহমান রিমন ও সাধারন সম্পাদক জসীম মাহমুদ বলেন; পেশাগত দায়িত্ব পালন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নোমানী একজন সাংবাদিক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধিত্ব করে। চিহ্নিত সন্ত্রাসীরা নোমানীকে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িত। সন্ত্রাসী অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নেতৃবৃন্দ।

তারা আরও বলেন, দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দিন দিন বেড়েই চলছে। সময় টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন কমছেইনা।