Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সীতাকুণ্ড বিস্ফোরণে আহতদের জন্য ঔষুধ পাঠালেন শিল্পী ফারদিন

সীতাকুণ্ড বিস্ফোরণে আহতদের জন্য ঔষুধ পাঠালেন শিল্পী ফারদিন
সীতাকুণ্ড বিস্ফোরণে আহতদের জন্য ঔষুধ পাঠালেন শিল্পী ফারদিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আহতদের জন্য ঔষুধ পাঠিয়ে পাশে থেকেছে. মানবতার ফেরিওয়ালা দেশের খ্যাতিমান শিল্পী ফারদিন।

মুঠোফোনে জানান, চট্রগ্রামের সীতাকুণ্ড বিস্ফোরণ পরে অনেকেই আমাকে নক দিয়েছেন। ঔষধ এর বিষয়েও সহায়তা চেয়েছেন।

আমি অল রেডি ২’শ পিছ করে ওষুধ ও তিন হাজার পাঁচশত পিস মিনারেল ওয়াটার “সীতাকুন্ড ট্র‍্যাজেডি” এর জন্য পাঠিয়ে দিয়েছি। সিভিল সার্জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থানরত আমার প্রিয় ছোট ভাই বোন যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাচ্ছি। সেই সাথে সমাজকে প্রতিষ্ঠিত সকলকে আহবান জানাচ্ছি বিস্ফোরণে অগ্নিদগ্ধ রোগীদের জন্য আপনারাও সহোযোগিতার হাত বাড়িয়ে দিন।