Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়ায়

কৃষককে কুপিয়ে জখম, আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

কৃষককে কুপিয়ে জখম, আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
কৃষককে কুপিয়ে জখম, আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

আলী হোসেন সরদার (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের  টুংচর নতুন রাস্তায় তিনি হামলার শিকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

কৃষক আলী হোসেন সরদার শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের মজুমদার কান্দী গ্রামের মৃত নোয়াব আলী সরদারের ছেলে। সে সদর থানা আওয়ামীলেী‌গের সহ-সভাপ‌তি ও আসন্ন চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের সমর্থক।

স্থানীয় সুত্রে জানা গেছে, চিতলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম‌্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম হাওলাদার এবং সদর থানা আওয়ামীলেী‌গের সহ-সভাপ‌তি ও আসন্ন চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত ৩ মে মজুমদার কান্দী গ্রামে এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুস সালাম হাওলাদারের সমর্থক কুদ্দুছ বেপারী নিহত হন। এরপর সালাম হাওলাদারের সমর্থকরা হারুন হাওলাদারের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়। আলী হোসেন সরদারের বাড়িতেও ব্যপক হামলা ও লুটপাট করা হয়। কুদ্দুস বেপারী খুনের আসামীও করা হয় আলী হোসেন সরদারকে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে আলী হোসেন সরদার নিজ বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী টুংচর এলাকায় গিয়ে থাকতেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আলী হোসেন সরদারকে ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় প্রতিপক্ষ। পরে স্থানীয়রা আলী হোসেন সরদারকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে হারুন অর রশিদ হাওলাদার বলেন, আলী হোসেন সরদার আমার দল করার কারণে সালাম হাওলাদারের লোকজন নির্বাচনের আগ মুহূর্তে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। তার অবস্থা আশংকাজনক। আমি হামলাকারীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে জানার জন্য আব্দুস সালাম হাওলাদারের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি তার ফোন রিসিভ করেননি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, চিতলিয়ায় আলী হোসেন সরদার নামে এক লোকের ওপর হামলা হয়েছে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।