
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর বেপারী (৩৫) ও ফরিদ মাতবর (২১) নামে ২জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া এলাকার কামিজ উদ্দিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর বেপারী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল হক বেপারীর ছেলে ও ফরিদ মাতবর একই এলাকার মন্নান মাতবরের ছেলে।
স্থানীয়রা নিহতরা বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় শর্ট সার্কিট হয়ে হঠাৎ ঘরের টিনের চাল বিদ্যুতবাহী হয়ে পড়ে। এতে তারা ছিটকে মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, শিধলকুড়া ইউনিয়নে দুজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |